‘ইসিকে তফসিল ঘোষণা পিছিয়ে দেওয়ার আহ্বান জানাবে’
প্রকাশিত : ১৯:১৬, ৫ নভেম্বর ২০১৮

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রতিনিধি পাঠাবে নির্বাচন কমিশনে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা পিছিয়ে দিতে এবং নির্বাচনে ইভিএম ব্যবহার না করার আহ্বান জানাবেন বলে জানা গেছে। আজ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
ব্যারিস্টার মইনুল হোসেনের ওপর আদালত অঙ্গনে হামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, সরকারি ছত্রছায়ায় না হলে আাদালত অঙ্গনে ব্যারিস্টার মইনুলের ওপর হামলা সম্ভব নয়। কিন্তু মইনুল হোসেনকে এভাবে অপমান করা হয়েছে। এটা শুধু তার অপমান নয়, এটা দেশের সব আইনজীবীর জন্য অপমান। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সরকারকে অনুরোধ করছি অনতিবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের। কারণ, এই হামলা আপনাদের ছত্রছায়ায় হয়েছে। তাই এর প্রতিকার আমরা দাবি করছি।
বিএনপিপন্থী এই আইনজীবী বলেন, আমরা দেখতে চাই বিচার বিভাগ স্বাধীন এবং বিচার বিভাগের ওপর সরকার কোনও হস্তক্ষেপ করছে না। আর যদি তা না হয় তবে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ব্যারিস্টার মইনুল হোসেনের ওপর আদালত অঙ্গনে হামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করে সমিতির সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, খালেদা জিয়ার মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং ব্যারিস্টার মইনুল হোসেনের ওপর হামলার প্রতিবাদে দেশের সব আইনজীবী সমিতিতে আগামীকাল (মঙ্গলবার) অবস্থান ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করছি।
সমিতির সহ-সভাপতি গোলাম মোস্তফা ও গোলাম রহমান ভূঁইয়া, একেএম এহসানুর রহমান, আহসান উল্লাহ, মেহেদী হাসানসহ বিএনপি সমর্থিত আইনজীবীরা এ সময় উপস্থিত ছিলেন।
এসএইচ/
আরও পড়ুন